সমুদ্র আইন বলতে সমুদ্র সংক্রান্ত আইনকে বুঝায় অর্থাৎ সামুদ্রিক অঞ্চলে বিভিন্ন দেশসমূহের যে সকল অধিকার বিদ্যামান সে সম্পর্কিত আইনকে সমুদ্র আইন বলে।
উপকূলীয় যে রেখা হতে সমুদ্রের দিকে একটি রাষ্ট্রের সমুদ্র অঞ্চল মাপা হয় তাই ভিত্তি রেখা বা Low water line। সাধারণত ভাটার সময় উপকূলের নিম্নতম জলরেখা কে ভিত্তি রেখা ধরা হয়। ভিত্তিরেখা হতে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত একটি রাষ্ট্রের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল বা বিশেষায়িত অর্থনৈতিক এলাকা(Exclusive Economic Zone) বলা হয় ।
»