ব্রেকিং নিউজ

নাম পরিবর্তনের রেকর্ড শাকিবের সিনেমা

শাকিবের সিনেমা

ঢালিউডে নাম পরিবর্তনে রেকর্ড গড়ল ‘বিদ্রোহী’। এই নামেই সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি। শাকিব খান ও বুবলী অভিনীত ছবিটির নাম এর আগে আরও তিনবার পরিবর্তন করা হয়। তবে সেন্সর হওয়ার পর আর নাম পরিবর্তনের সুযোগ নেই।

২০১৮ সালের ২৬ জুন ‘একটু প্রেম দরকার মাননীয় সরকার’ নামে মহরত হয় ছবিটির। এরপর শুটিং শুরুর কিছুদিন পর ছবির নাম পরিবর্তনের খবর আসে। সেই সময় জানা গিয়েছিল, আগের নাম পরিবর্তন করে ‘কালপ্রিট’ অথবা ‘ক্যাপ্টেন’ নাম রাখা হবে। পরে শুটিং চলাকালীন ছবির প্রথম রাখা নামটি ছোট করে এনে ‘একটু প্রেম দরকার’ রাখা হয়। প্রায় দেড় বছর ধরে ছবির শুটিং শেষ হয়। মাস ছয়েক আগে আবারও ছবির নাম পরিবর্তন করে ‘ক্রিমিনাল’ রাখা হয়। ওই সময় নতুন নামটি গণমাধ্যমেও প্রকাশ হয়। শেষবার ছবিটির নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ রাখা হয়।

কিন্তু ছবির নাম এতবার পরিবর্তন করার কারণ কী? জানতে চাইলে শাহিন সুমন বলেন, ‘যে নামে ছবিটির শুটিং শুরু করা হয়েছিল শুটিংয়ের মাঝামাঝি গিয়ে দেখলাম নামটি বড় হয়ে যায়। তাই ছোট করে “একটু প্রেম দরকার” রাখা হয়েছিল। পরবর্তী সময়ে শুটিং ও পোস্টের কাজ শেষ করা হয়। এরপর ছবিটি টানা দেখি কয়েকবার। পরে মনে হয়েছে গল্পে “বিদ্রোহী” নামটা যায়। এ কারণে পরিবর্তন করেছি।’
কিন্তু নাম পরিবর্তন করলে পরিচালক সমিতিতে আবেদন করে পরিবর্তিত নাম নিবন্ধন করতে হয়, সেটি করা হয়েছে কি না? এ ব্যাপারে যোগাযোগ করা হলে পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘ছবিটির বেশ কয়েকবার নাম পরিবর্তন করা হয়েছে। প্রতিবারই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আবেদন করে নাম নিবন্ধন করেছে।’

একাধিকবার ছবির নাম পরিবর্তন করা হলে ছবির ওপর নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করেন বদিউল আলম। এই পরিচালক নেতা বলেন, ‘ছবি যে নামে মহরত করা হয়, সেই নামটিই বেশি আলোচনায় থাকে। নামটি দর্শকের বেশি মনে থাকে। তার পরও একবার পরিবর্তন করা হলেও সমস্যা হয় না। কিন্তু তিন-চারবার করে নাম পরিবর্তন করা হলে দর্শক শেষ পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান।’
‘বিদ্রোহী’ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, অমিত হাসান, সাদেক বাচ্চু, ডন, সাবেরী আলম প্রমুখ। ছবিটি ঈদুল ফিতরে মুক্তির কথা আছে।

মন্তব্য করুন

সর্বশেষ খবর

সাম্প্রতিক প্রকাশনা সমূহ

   সাম্প্রতিক খবর



»