ব্রেকিং নিউজ

ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্রের বৈশিষ্ট্যগুলো লিখুন ।

যে সকল অস্ত্র ব্যবহারের ফলে পরিবেশ এবং জীব বৈচিত্রের ব্যাপক ক্ষতি সাদিত হয় সেই সকল অস্ত্রকে  ব্যাপক  ধ্বংসাত্মক  অস্ত্র বলা হয়ে থাকে । যেমন-   রাসায়্নিক অস্ত্র, পারমাণবিক অস্ত্র, হইড্রোজেন বোমা ইত্যাদি ।

ব্যাপক  ধ্বংসাত্মক  অস্ত্রের কতিপয় বৈশিষ্ট্য নিম্নরূপ-

  1. এই ধরনের অস্ত্র ব্যাপক  ধংশযজ্ঞ চালাতে সক্ষম ।
  2. অধিকাংশ সময় এই ধরনের অস্ত্র দুর পাল্লার হয়ে থাকে ।
  3. ব্যাপক  ধ্বংসাত্মক  অস্ত্র ব্যবহারে পরিবেশ দীর্ঘ সময় দূষিত থাকে ।
  4. অধিকাংশ সময় এই অস্ত্রগোলো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কাজ করে থাকে ।
  5. এই ধরনের অস্ত্র জলে, স্থলে, মহাকাশে বিস্ফোরন করা সম্ভব ।

মন্তব্য করুন

সর্বশেষ খবর

সাম্প্রতিক প্রকাশনা সমূহ

   সাম্প্রতিক খবর



»